ওয়েব ডেস্কঃ
আর্ন্তজাতিক পপস্টার জাস্টিন বিবার এই প্রথমবার নিজের দলের সঙ্গে পা রাখলেন ভারতে। তাঁর অগণিত ভক্তের উদ্দেশ্যে এবার মুম্বই এর স্টেজ মাতাবেন তিনি। বুধবার দুপুর দেড়টা নাগাত চ্যাটার্ড প্লেনে মুম্বই বিমানবন্দরে নামেন তিনি। বিমানবন্দর থেকে বিবার আপাতত রয়েছেন টাওয়ার প্যারেলের সেন্ট রেজিস হোটেলে। সলমন খানের ব্যক্তিগত দেহরক্ষীই আপাতত বিবারের দেখাশোনা করছেন।
নভি মুম্বই এর পুলিশ কমিশনার হেমন্ত নগরালে জানান, এ পর্যন্ত ২৫জন অফিসার সহ ৫০০ পুলিশ মোতায়েন থাকবে স্টেডিয়াম জুড়ে। সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করতে থাকবে ড্রোনের ব্যবস্থা। যা প্রতি মুহুর্তে নজর রাখবে স্টেডিয়ামের প্রতিটি কোনা।
এদিন বিবারের সঙ্গে স্টেজ মাতাবেন ডিজে স্টারেক , অনুষ্ঠান শুরু হবে বিকেল চারটেয়।