নীল বনিক :
সমতলে তিন পুরসভার নির্বাচনে অশান্তির জন্য পুলিশের ভূমিকায় রুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবন থেকে যাওয়ার সময় তিনি দখতে পান ডিজি সুরজিৎ কর পুরকায়স্থকে। সেই সময় মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের ডিজির কাছে জানতে চান তিন পুরসভার নির্বাচনে এত গণ্ডগোল হল কি করে। তারপরই মুখ্যমন্ত্রীর নির্দেশ সমতলের তিনটি পুরসভার রিপোলিংয়ে যেন কোনও গণ্ডগোল না হয়। মুখ্যমন্ত্রীর এই কথাতেই পরিষ্কার যে রাজ্য পুলিশের ভূমিকা ভোটে যথাযথ ছিল না। অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সমতলের দলীয় নেতৃত্বকে কড়া বার্তা দিয়েছেন কিনা এখনও জানা যায়নি।