ওয়েব ডেস্ক:
সারদা, নারদা, সিন্ডিকেট, তোলাবাজি তৃণমূলের বিরুদ্ধে এরকম হাজারো অভিযোগ আছে। সাধারণ তৃনমূল কর্মীরা এই ভেবে শান্তি পায় যে তাঁদের নেত্রীর সততা নিয়ে কোনও প্রশ্ন নেই। রাজ্যজুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও সততার প্রতীক লেখাসহ বড় বড় কাটআউট সকাল-বিকেল দেখে দেখে শেষ কয়েকবছরে অভ্যস্ত হয়ে উঠেছে বাঙালির চোখ। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা নিয়েই প্রশ্ন তুললেন তাঁর একদা ঘনিষ্ঠ সাংসদ-সাংবাদিক কুণাল ঘোষ। চ্যানেল হিন্দুস্তানের ক্যামেরার সামনে দেবক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎকারে কি বললেন কুণাল ঘোষ জানতে দেখুন ভিডিয়ো।
