নীল বনিক :
অত্যাধুনিক সাজে সাজছে দার্জিলিংয়ের হেরিটেজ ট্রয় ট্রেন। উত্তরবঙ্গের পর্যটনকে আর বেশি আকর্ষনীয় করতে এবার উদ্যোগ নিল ভারতীয় রেলের আইআরসিটিসি বিভাগ। হেরিটেজ ট্রয় ট্রেনটিকে নতুন করে রেলওয়ে বোর্ডের কাছে সাজানোর প্রস্তাব দিয়েছে আইআরসিটিসি। রেলওয়ে বোর্ডও সেই প্রস্তাব মনজুর করেছে বলে জনিয়েছেন আইআরসিটিসির জেনারেল ম্যানেজার দেবাশীষ চন্দ্র। তিনি জানান গ্লাস কোচ শুধু মাত্র বিশাখাপত্তনম ও আরাকুর মধ্যে চলছে। এবার এই ট্রেনটিই চলবে দার্জিলিংয়ে। কাঁচের তৈরি ট্রেনটিতে বসে পুরো পাহাড়কেই উপভোগ করতে পারবেন পর্যটকরা। এমনকি ট্রেনটির চেয়ার ৩৬০ ডিগ্রী ঘুরবে। তাই ট্রেনে বসে ইচ্ছে মত দিক নির্নয় করে বসা যাবে। ট্রেনের ছাদ থেকেও দেখতে পাবেন আপনি বাইরের দৃশ্য। তাছাড়া জিপিএস সুবিধে সহ ওয়াইফাই সব অত্যাধুনিক সুবিধাই থাকছে। ট্রেনের মধ্যেই পাওয়া যাবে চা কফি থেকে বিভিন্ন ধরনের স্ন্যাক্স। পূজোর আগেই অত্যাধুনিক এই ট্রেনটি চালু হবে বলে জানান আইআরসিটিসির জেনারেল ম্যানেজার দেবাশীষ চন্দ্র।