নীল বণিক
খোদ মুখ্যমন্ত্রীর এলাকায় তৃণমূল গুণ্ডাদের সন্ত্রাসের শিকার বিজেপি কর্মীরা। আজ রাসবিহারীর মন্ডল ১ এ বিজেপি কর্মীরা শুক্রবার চন্দ্র বসুর সমর্থনে পোস্টার লাগানো শুরু হয়েছিল। দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী চন্দ্র বসুর অভিযোগ, বিজেপি কর্মীরা পোস্টার লাগানোর সময় তাদের ওপর হামলা চালায় তৃণমূল প্রার্থী মালা রায়ের সমর্থকরা। মালা রায়ের বাড়ি থেকে ঢিলছোঁড়া দূরত্বে বিজেপি কর্মীদের উপর এমন হামলার ঘটনা ঘটে। হামলায় তিন বিজেপি কর্মী আহত হয়েছে বলে জানান চন্দ্র বসু। তিনি অভিযোগ করেন শাসক দলের নেতৃত্বর মদতেই এই সংগঠিত হামলা করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news