নিজস্ব সংবাদদাতা
নিত্যনতুন স্মার্টফোনে মজেছেন নতুন থেকে প্রবীন প্রজন্ম । বিনোদনের অন্যতম মাধ্যম এই স্মার্টফোনে মেতে থাকেন সকলেই। ফলে, জরুরি কাজে ব্যাঘাত ঘটে। সেকথা মাথায় রেখে এবার শিলিগুড়ির একটি সরকারী দপ্তরে স্মার্ট ফোন বাতিল হতে চলেছে। ফলে, ফিচার ফোনগুলিই এখন হয়ে উঠছে সকলের প্রয়জনীয়। শিলিগুড়ি পৌরনিগমের ৫ নম্বর বোরোর ঘটনা। কর্মীদের কাজের প্রতি মনোযোগ বাড়াতে দপ্তরে স্মার্টফোন না আনার নির্দেশ দিয়েছেন বরো অফিসার বাদল রায়। বাদলবাবুর বক্তব্য, ৮ জানুয়ারি থেকে অফিসে স্মার্টফোন নিয়ে আসা চলবে না। বাড়িতে রেখে আসতে হবে। একান্তই আনতে হলে ফিচার ফোন আনতে পারবেন কর্মীরা।
কিন্তু কেন এহেন নির্দেশ ? বাদল রায়ের বক্তব্য, স্মার্টফোন থাকলে কেউ মজছেন ফেসবুকে, কেউ আবার ইউটিউব, কেউ বা হোয়াটসঅ্যাপে। ফলে, কাজকর্ম লাটে উঠছে। সকলের অগোচরে আরও অনেক কিছুই চলছে ওই স্মার্টফোনে। তাই ঊর্ধ্বতন কর্তাদের জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একইভাবে অন্য সরকারি দপ্তরেও এই নিয়ম চালু করা উচিত বলে তিনি মনে করেন। এই নির্দেশে অবশ্য বেজায় ক্ষুব্ধ কর্মীদের একাংশ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan