তীর্থ মাহাতো
পরপর দুটো ডার্বিতে গোল। নায়কের সম্মান। আলভিটো, অসীম বিশ্বাস, বাইচুং, রহিম নবিদের তালিকায় ঢুকে পড়া। সতীর্থরা বলছেন, এই মুহূর্তে জবি যাতেই হাত দিচ্ছেন, সেটাই সোনা হচ্ছে। ইস্টবেঙ্গল স্ট্রাইকার জবির কাছে সতীর্থদের আবদার, ট্রিট দিতে হবে। কথা রাখলেন জবি। ডার্বি জিতে নিজের ফ্ল্যাটে সতীর্থদের খাওয়ালেন জবি। হাজির ছিলেন মেহতাব সিং, চুলোভা, ব্রেন্ডন–সহ অন্যান্যরা। জবি সেভাবে রান্না করতে না পারলেও উবেদ পারেন। উবেদ রান্না করেন সবার জন্য। নিজেদের মধ্যে সোমবার রাতে নিখাদ আনন্দ করলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। মঙ্গলবার ও বুধবার অনুশীলনে ছুটি দিয়েছেন আলেসান্দ্রো। ছুটি থাকলেও মঙ্গলবার বিকেলে ফুটবলাররা নিজেদের মত করে জিম করলেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news