ওয়েব ডেস্ক :
অষ্টমবার এভারেস্টে তিন সন্তানের জননী।
নেপালের ছোট্ট এক গ্রাম মাকালু। এই গ্রামে লোকজনও খুব বেশি নয়। কমবেশি হাজার পাঁচেক। এই গ্রামেই থাকেন লকপা শেরপা। তিন সন্তানের জননী। ১৩ মে, শনিবার সকালে তিব্বতের পথ ধরে এভারেস্টের শিখরে উঠলেন এই নিয়ে অষ্টমবার। লকপা প্রথমবার এভারেস্টে উঠেছিলেন ২০০০ সালে। সম্ভবত ওই সময় দেখা হয়েছিল রোমানীয় জর্জ-এর সঙ্গে। প্রথম দেখাতেই প্রেম। তারপর পরিণয়। যদিও বছর দুয়েক আগে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়।
লকপার পাহাড়ে চড়ার নেশা ছোট থেকেই। পাহাড়ে প্রশিক্ষণ তেমন নেই। জানা গেছে, দ্বিতীয় সন্তান গর্ভে থাকা অবস্থাতেই পাহাড়ে উঠেছিলেন তিনি। তবে সেবার এভারেস্ট ছিল না। লকপা তাঁর ছোট বোন এবং ভাইকে নিয়েও এভারেস্টে উঠেছিলেন। আট বার এভারেস্ট জয়ের কৃতিত্ব সারা বিশ্বে আর কোনও মহিলার নেই। তাই এবার নিজের রেকর্ড নিজেই ভাঙলেন তিনি।