Breaking News
Home / TRENDING / অষ্টমবার এভারেস্টে তিন সন্তানের জননী

অষ্টমবার এভারেস্টে তিন সন্তানের জননী

ওয়েব ডেস্ক :

অষ্টমবার এভারেস্টে তিন সন্তানের জননী।
নেপালের ছোট্ট এক গ্রাম মাকালু। এই গ্রামে লোকজনও খুব বেশি নয়। কমবেশি হাজার পাঁচেক। এই গ্রামেই থাকেন লকপা শেরপা। তিন সন্তানের জননী। ১৩ মে, শনিবার সকালে তিব্বতের পথ ধরে এভারেস্টের শিখরে উঠলেন এই নিয়ে অষ্টমবার। লকপা প্রথমবার এভারেস্টে উঠেছিলেন ২০০০ সালে। সম্ভবত ওই সময় দেখা হয়েছিল রোমানীয় জর্জ-এর সঙ্গে। প্রথম দেখাতেই প্রেম। তারপর পরিণয়। যদিও বছর দুয়েক আগে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়।
লকপার পাহাড়ে চড়ার নেশা ছোট থেকেই। পাহাড়ে প্রশিক্ষণ তেমন নেই। জানা গেছে, দ্বিতীয় সন্তান গর্ভে থাকা অবস্থাতেই পাহাড়ে উঠেছিলেন তিনি। তবে সেবার এভারেস্ট ছিল না। লকপা তাঁর ছোট বোন এবং ভাইকে নিয়েও এভারেস্টে উঠেছিলেন। আট বার এভারেস্ট জয়ের কৃতিত্ব সারা বিশ্বে আর কোনও মহিলার নেই। তাই এবার নিজের রেকর্ড নিজেই ভাঙলেন তিনি।

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *