নিজস্ব সংবাদদাতাঃ
রাজ্যের আকাশ আগামী ৪৮ ঘন্টায় মেঘলা থাকবে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পাঁচটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে আজ জানাল আলিপুর আবহওয়া দপ্তর। রাজ্যবাসীর জন্য সুখের খবর হল, কালীপুজো ও দিওয়ালির মরসুমে বৃষ্টির কোনওরকম সম্ভাবনা নেই।
তবে আগামী ৬ নভেম্বর আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে হয়েছে হাওয়া অফিস। হেমন্তের নিয়ম অনুযায়ী অনুযায়ী বর্তমানে দিনের তাপমাত্রা তুলনামূলক বেশি এবং রাতের তাপমাত্রা কিছুটা কম থাকবে। তবে রাতের তাপমাত্রা খুব বেশি নামবে না বলেই মনে করছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধকারিকরা।