নীল বণিক:
রাম মন্দির নির্মাণের সঙ্কল্পে দিল্লিতে বিশেষ বৈঠকে বসলেন দেশের সাধুসন্তরা। শনিবার দিল্লির তালকোটা স্টেডিয়ামে দেশের বিভিন্ন প্রান্তের সাধুসন্তরা এই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়েছেন। রাম মন্দির নির্মাণে শহীদদের স্মৃতির উদ্যেশে মাল্য দান করে শুরু হয় এদিনের বৈঠক। আলোচনা সভায় প্রায় ৩০০০ সাধু তালকোটা স্টেডিয়ামের বৈঠকে যোগ দিয়েছেন।
সূত্রের খবর, এরাজ্য থেকে প্রায় ৫০ জন সাধু বৈঠকে যোগ দিয়েছেন। সামনেই কুম্ভ মেলা। তার আগেই বর্তমান আলোচনা সভায় রাম মন্দির নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় দেশের সাধুসন্তরা। তারপর সেই সিদ্ধান্ত কুম্ভমেলায় আগত সাধুসন্তদের জানাবেন তাঁরা। এছাড়া হিন্দু ধর্মের প্রচার ও প্রসার নিয়েও তিন দিনের এই বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের সিদ্ধান্তকে দেশের সাধুসন্তরা পছন্দ করেননি। তাঁরা চান দ্রুত মন্দির নির্মাণের কাজ শুরু হোক।