নিজস্ব সংবাদদাতা:
নদীয়া , ১ নভেম্বর
বাংলাদেশে এই মাদকের চাহিদা প্রচুর। অতএব বাজার ভালো। সেই কারণেই ফেন্সিডিল পাচারচক্র কাজ করে ভারত ও বাংলাদেশ সীমান্ত এলাকায়। সেই কথাই বুধবার ফের প্রমাণ হল। ওই দিন ৭০০ বোতল ফেন্সিডিল সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল ধানতলা থানার পুলিশ। ধৃতদের নাম স্বপন সাহা (৫৬) ও মিঠুন সাহা (২১)। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ধানতলা থানার আড়ংঘাটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। সূত্রের খবর, বুধবার রাতে ধানতলা থানার পুলিশ খবর পায়, বাংলাদেশে পাচার করার জন্য প্রচুর পরিমাণে ফেন্সিডিল মাদক সিরাপ মজুত করা হয়েছে। সেই মতো অভিযান চালিয়ে আপাতত ৭০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা গিয়েছে। সেইসঙ্গে পুলিশের জালে আটকা পড়েছে দুই পাচারকারী স্বপন ও মিঠুন।
বৃহস্পতিবার ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়েছে। কোথা থেকে এত পরিমান ফেন্সিডিল যোগাড় করা হল তা জানতে তদন্ত শুরু করেছে ধানতলা থানার পুলিশ।