ওয়েব ডেস্কঃ
নোটবন্দি দেশের অর্থনীতির ক্ষতি করেছে বলে মনে করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। তিনি এদিন বলেন, ‘বিজেপি সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত দেশের সমস্ত স্তরের মানুষের ক্ষতি করেছে।’
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্তের দুবছর পূর্ণ হল। ইতিমধ্যে এই দিনটিকে কালা দিবস হিসেবে পালন করছে কংগ্রেস। তার মধ্যে কংগ্রসের শীর্ষ নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘দেশকে আর্থিক ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে নোটবন্দির জন্য। বিশেষত ক্ষুদ্র ও মাঝারি শিল্পে মন্দ প্রভাব পড়েছে চোখে পড়ার মতো।’ মনমোহনের মতে, ‘নোট বাতিল একটি অসুস্থ সিদ্ধান্ত। যার খারাপ ফল ভোগ করেছে সমস্ত ধর্মের, লিঙ্গের, বয়সের মানুষ।’ তাঁর আরও মত, ‘নোটবন্দির ফলে দু’বছর আগে ভারতীয় অর্থনীতিতে যে মন্দ প্রভাব পড়েছিল আজও তা কাটিয়ে ওঠা যায়নি পুরোপুরি। এতে করে কর্মসংস্থানে প্রভাব পড়েছে।’ নোটবন্দির সঙ্গে টাকার দাম পড়া, তেলের দাম বাড়াকেও একসূত্রে গেঁথেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।
পাল্টা তোপ দেগেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। জেটলি বলেন, ‘দুবছর পর আমরা বলতেই পারি দেশের আর্থিক উন্নয়ণে অন্যতম গুরুত্বপূর্ন সিদ্ধান্ত ছিল নোটবন্দি। আর্থিক দুর্নীতিকে রুখে দিয়েছে নোটবন্দি।’ তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য ছিল বিদেশের কালো টাকা। সেই প্রক্রিয়া চলছে। পাশাপাশি নোট বাতিলের সিদ্ধান্তের ফলেই যে সরকারের ঘরে বাড়তি ইনকাম ট্যাক্স পড়েছে তাও মনে করিয়ে দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দেশের কোষাগারে আগের আর্থিক বছরের তুলনায় ইনকাম ট্যাক্স এসেছে ২০.২% বেশি। এমনকী বেড়েছে করপোরেট ট্যাক্স (১৯.৫% বেশি) আদায়ের পরিমাণও।
সব মিলিয়ে নোটবন্দীর দুবছর পুর্তিতে শাসক ও বিরোধী কাজিয়া অব্যাহত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news