প্রসেনজিৎ ধর:
রাজ্যের প্রশাসনিক সদর কার্যালয় নবান্নের সামনে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন মধ্যবয়স্ক এক ব্যক্তি। শুক্রবার বিকেল নাগাদ নবান্নের সাউথ গেটের সামনে ঘটনাটি ঘটে। ওই ব্যক্তির নাম সঞ্জয় ওরফে বাপন সাহা। তাকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সঞ্জয়বাবুর বাড়ি হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় ত্রিপুরা রায় লেনে বলে পুলিশ জানিয়েছে। জানা গিয়েছে, গত বুধবার সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে গোলাবাড়ি থানায় একটি মিসিং ডায়েরিও করা হয়েছিল। এরপর শুক্রবার বিকালে ঘটে এই ঘটনা।
জানা গিয়েছে যে সঞ্জয় ওরফে বাপন দিল্লির গুরগাঁও-এর একটি সংস্থায় কাজ করতেন। গত চার মাস আগে তাঁর মা মারা যাওয়ায় তিনি ওই কাজ ছেড়ে বাড়ি চলে আসেন। এরপর থেকেই তিনি আর কাজ করতেন না। মানসিক অবসাদ থেকে এই ঘটনা কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।