নিজস্ব সংবাদদাতা:
রাজ্যে পুলিশি শাসনের আয়ু আর দু’মাস, শুক্রবার পুরুলিয়ার সভা থেকে বোঝালেন মুকুল রায়।
এদিন বলরামপুরের সরাইডেলা ময়দানে আয়োজিত দলীয় জনসভায় তৃণমূলের নেতাদের সঙ্গে জেলাশাসক ও জেলা পুলিশ সুপারকেও আক্রমণ করে মুকুল বুঝিয়ে দেন পুলিশ দিয়ে ‘বিরোধী শক্তিকে আটকে রাখার দিন’ ঘনিয়ে এসেছে। দুই প্রশাসনিক আধিকারিককে হুঁশিয়ারি দিয়ে মুকুল এদিন বলেন, “জেলাশাসক ও পুলিশ সুপারের মেয়াদ আর মাত্র দু’মাস। নির্বাচন কমিশন আসন্ন লোকসভা নির্বাচনের আগেই এদের তাড়িয়ে দেবে।”
সম্প্রতি যখনই কোনও বিষয়ে বক্তব্য পেশ করছেন মুকুল রায় তখনই রাজ্যে পুলিশ রাজের কথা উল্লেখ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ট্রিগার হ্যাপি সরকার চালাচ্ছেন, এই কথাও নিয়ম করে বলছেন মুকুল রায়। এদিন সরকারি দুই আধিকারিককের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে মুকুল যা বললেন এবং যেভাবে বললেন, তা এক কথায় ধমক। আর একটি বিষয় পরিস্কারও করে দিলেন যে আর দু’মাসের মধ্যে নির্বাচন কমিশনের হাতে চলে যাবে প্রশাসন।