ওয়েব ডেস্কঃ
রাজধানীর বিজ্ঞান ভবনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন ছোট ও মাঝারি শিল্পের উৎসাহ দানের একটি বিশেষ প্রকল্প।
এমএসএমই-তে উৎসাহ দিতে আজ রাজধানী শহরে ছাড়াও দেশের মোট ১০০টি জায়গায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে স্থানীয় কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত থাকছেন। ওই ১০০টি অনুষ্ঠান দিল্লির প্রধান অনুষ্ঠনটির সঙ্গে সংযুক্ত করা হচ্ছে প্রযুক্তির মাধ্যমে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী চান দেশের ছোট ও মাঝারি শিল্পে চোখে পড়ার মতো উন্নতি হোক। সেই কারণেই শুক্রবারের প্রকল্পটির পরিকল্পনা।
প্রধানমন্ত্রীর মতোই কেন্দ্রীয় সরকারও এমএসএমই-কে আলাদা করে গুরুত্ব দিতে চাইছে সাম্প্রতিককালে। সূত্রের খবর, সরকারের পক্ষ থেকে এই বিষয়ে সরসরি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে আগামী ১০০ দিন। পরবর্তীকালেও সরকার ছোট ও মাঝারি শিল্প ব্যবসায়ীদের সঙ্গে থাকবে। ২ নভেম্বর শুক্রবার থেকে শুরু হওয়া বিশেষ উৎসাহ দান চলবে গোট দেশেই।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও অরুণ জেটলি ও গিরিজা সিংহ উপস্থিত থাকেবেন আজকের অনুষ্ঠানে।