নিজস্ব সংবাদদাতা:
মেদিনীপুর, ৮ নভেম্বর: সামাজিক মেলবন্ধনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মেদিনীপুর শহরের ভ্রাতৃসংঘ ক্লাবের সদস্যবৃন্দ। এবার মেদিনীপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডে দ্বিতীয় বর্ষের শ্যামাপুজোর আয়োজন করেছে স্থানীয় ক্লাবটি। এলাকার কাউন্সিলরের তত্ত্বাবধানে ও ক্লাবের সহযোগিতায় নজিরবিহীন সম্প্রীতির বার্তা দেখা গেল সেখানে।
বলা বাহুল্য, শ্যামা পুজো উপলক্ষে নানা আয়োজন ছিল ভ্রাতৃসংঘে। যেমন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কিন্তু এখানকার পুজো আলাদা হয়ে উঠল তখন যখন সমস্ত জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে স্থানীয় মানুষ পুজোয় অংশগ্রহণ করলেন। ভ্রাতৃসংঘের সাংস্কৃতিক অনুষ্ঠানে মুসলিম সম্প্রদায়ের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কালীপুজোর তত্ত্বাবধানেও মুসলিম ক্লাব সদস্যরা ছিলেন।
বর্তমানের ক্লাবের সভাপতি সৈয়দ মোহাম্মদ আরজু জানান, ‘পরবর্তী বছর থেকে যাতে আরও ভালো করে মায়ের পুজো করা যায় সেদিকে নজর রাখব আমরা।’ উল্লেখ্য, ভ্রাতৃসংঘ এবার ‘সেভ ড্রাইভ সেফ লাইফ’-এর বার্তা দিয়েছে নিজেদের মণ্ডপসজ্জায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news