ওয়েব ডেস্কঃ
লৌহপুরুষের ৯১তম জন্মদিনে তাঁর বাড়িতে গিয়ে তাকে প্রণাম করে, ফুলি দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালেই মোদী টুইট করেন, ‘শ্রী এলকে আদবানিজিকে জন্মদিনের শুভেচ্ছা।’ এইসঙ্গে ভারতীয় রাজনীতিতে আদবানির অবদানের কথা স্মরণ করেন তিনি। পাশাপাশি বর্ষিয়ান নেতার সুস্থ ও নিরোগ জীবন প্রার্থনা করেন মোদী। এরপর নিজে বিজেপির ‘মার্গদর্শক’-এর বাড়িতে পৌঁছে যান। শুভেচ্ছা বিনিময় করেন। হতে তুলে দেন ফুলের স্তবক।
পাশাপাশি অন্যতম বিরোধী নেতা রাহুল গাঁধী নিজের ফেসবুক অ্যাকাউন্টে শুভেচ্ছা জানান বিজেপি নেতাকে। যতোই বিরোধ থাক সৌজন্য দেখাতে ভোলেননি মমতা বন্দ্যোপাধ্যায়ও। মমতা টুইট করেন, ‘আন্তরিক শুভেচ্ছা এলকে আদবানিজি। আদবানিজি, আমি শ্রদ্ধার সঙ্গে আপনার শরীর ও মনের সুস্থতা কামনা করি।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news