Breaking News
Home / TRENDING / দূষণের দিল্লিতে ৬০০ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার, গ্রেপ্তার ৩১

দূষণের দিল্লিতে ৬০০ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার, গ্রেপ্তার ৩১

ওয়েব ডেস্ক:

দিল্লির মাত্রাছাড়া দূষণের কথা মাথায় রেখে সুপ্রিমকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল দিল্লিতে সাধারণ বাজি নিষিদ্ধ। ওই বাজি মজুত করা ও বেচাও আইনত অপরাধ হিসেবে গন্য হবে। এরপরই গতকাল দিওয়ালির দিন রাজধানী থেকে ৬০০কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করে দিল্লি পুলিশ। গ্রেপ্তার করা হয় ৩১জনকে।

দক্ষিণ-পশ্চিম দিল্লি থেকে উদ্ধার হয়েছে ১৪০ কেজি নিষিদ্ধ আতসবাজি। অন্যদিকে দোয়ার্কায় তল্লাশি চালিয়ে ২০০কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করে পুলিশ। দক্ষিণ-পূর্ব দিল্লিতে এই সংক্রান্ত অপরাধে ২৩টি এফাআইআর দায়ের হয়। ১৭জনকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয় ২৭৮কেজি বাজি।

অপরপক্ষে উত্তর দিল্লি থেকে ৭২কেজি আতসবাজি আটক হয় পুলিশি তৎপরতায়। আইন ভঙ্গ করায় এই অঞ্চল থেকে গ্রেপ্তার হয় ১৪জন।

উল্লেখ্য, দিল্লির মাত্রা ছাড়া দূষণের কথা মাথায় রেখে সুপ্রিমকোর্ট জানিয়ে দিয়েছিল বিশেষ ভাবে তৈরি কিছু বাজিই কেবলমাত্র পোড়ানো যাবে রাজধানীতে। যে সমস্ত বাজি বাতাসে ধুলিকনার মাত্রা আরও বাড়িয়ে দেয় তা ইতিমধ্যে বাজি বাজারে এসে গেলেও শহর দিল্লিতে তা মজুত করা ও বেচা যাবে না। এরপরই গতকাল ৬০০ কেজি নিষিদ্ধ বাজি আটক করে পুলিশ। গ্রেপ্তার হয় ৩১জন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *