ওয়েব ডেস্ক:
দিল্লির বায়ু দূষণের মাত্রা বেড়েই চলেছে। শনিবার তা মারাত্বক আকার ধারণ করল। এদিন সকাল থেকেই দূষণের কুয়াশার চাদরে ঢেকে যায় রাজধানী শহর। বর্তমান পরিস্থিতিকে আবহাওয়া দপ্তর ‘অতি খারাপ’ হিসেবে ঘোষণা করেছে।
আজ সকাল ৮টা নাগাদ দিল্লির বাতাসে ধুলিকনার মাত্রার একক একিউআই ছিল ৩৬৯। যা স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত বেশি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী তিন দিন বায়ুদূষণের এই মাত্রাই থাকবে দিল্লিতে।
পরিবেষবিদদের মতে, ০-৫০ আকিউআই ভালো, ৫১-১০০ মন্দ নয়, ১০১-২০০ খারাপ, ৩০১-৪০০ একিউআইকে বায়ু দুষণের মাত্রা হিসেবে অতি খারাপ পরিস্থিতি হিসেবে বলে মনে করা হয়। দিল্লির বাতাসে সেখানে বর্তমানে ৩৬৯ একিউআই বহন করছে। যা চিন্তায় ফেলে দিয়েছে প্রশাসনকে।