ওয়েব ডেস্ক:
ঝাড়গ্রাম: গোপিবল্লভপুরে কুপিয়ে খুন করা হল এক বিজেপি কর্মীকে। অভিযোগ, দিনের আলোয় রাস্তার উপর টাঙ্গি দিয়ে কুপিয়ে খুন করা হয় ওই বিজেপি কর্মীকে। ঘটনা জানাজানি হতেই স্থানীয় বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে এক যুবমোর্চার নেতাকে লক্ষ্য করে অ্যাসিড হামলা চালানো হয় বলে অভিযোগ। সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে।
পুলিশসূত্রে জানা গিয়েছে, শুক্রবার বেলা সাড়ে বারোটা নাগাদ এক আত্মীয়ের বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন চরচিতা গ্রাম পঞ্চায়েতের ধামাল গ্রামের বাসিন্দা রামপদ বেরা (৫০)। তিনি এলাকার বিজেপি কর্মী হিসেবে পরিচিত। অভিযোগ, বাড়ির কাছাকাছি আসতেই রমাপদ বেরার উপর টাঙ্গি নিয়ে আক্রমণ করে কয়েক জন দুষ্কৃতী।গুরতর আহত অবস্থায় তাঁকে ফেলে পালায় দুষ্কৃতীরা। স্থানীয় মানুষ হাসপাতালে নিয়ে যান রামপদবাবুকে।
তপসিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শাসকদলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।