ওয়েব ডেস্ক:
অসম হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ সে রাজ্যে চলছে বনধ। একাধিক সংগঠন বনধ ডেকেছিল। সূত্রের খবর সর্বাত্মক না হলেও যে অঞ্চলে ৫জনকে নির্মম ভাবে খুন করা হয়েছে সেই তিনসুকিয়াতে বনধের প্রভাব পড়েছে। অন্যদিকে কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জেও বনধের প্রভাব পড়েছে বলে জানা গিয়েছে৷ উল্লেখ্য, এই অঞ্চলগুলিতে বাংলাভাষী মানুষের সংখ্যা বেশি। তবে রাজধানী শহর গুয়াহাটিতে বনধের মিশ্র প্রভাব নজরে পড়েছে৷
শিলচরে বনধের প্রভাব সর্বাত্মক। হত্যাকাণ্ডের ঘটনা ঘটার পর থেকেই শিলচর কার্যত স্তব্ধ হয়ে পড়েছে৷ রাস্তায় রাস্তায় চলছে বিক্ষোভ মিছিল৷ সূত্রের খবর, শোণিতপুর, কোকরাঝাড়েও বনধের কিছুটা প্রভাব লক্ষ্য করা গিয়েছে৷
শিলচর থেকে গুয়াহাটি যাওয়ার রাস্তাটি বর্তমানে অবরুদ্ধ। বনধ সমর্থনকারীরা রাজ্যের ট্রেন আটকে দিয়েছেন৷