প্রসেনজিৎ মাহাতো
বিরাট মানেই রেকর্ড। এই নিয়ে সাতবার সিরিজ সেরার পুরস্কার নিলেন বিরাট। সিরিজে ছিল তিনটে শতরান। সিরিজে সেরাও তিনি। এই সাতবার সিরিজ সেরার পুরস্কার জিতে বিরাট ছুঁয়ে ফেললেন সৌরভ গাঙ্গুলি ও যুবরাজ সিংহকে। এছাড়াও পেরোলেন ভিভিয়ান রিচার্ডস, রিকি পন্টিং ও হাসিম আমলা। শীর্ষে রয়েছেন শচীন। তিনি ১৫বার সিরিজ সেরা হয়েছে। বিরাট একদিন শচীনেরও রেকর্ড ভাঙবে, আশায় ক্রিকেট মহল।
