নিজস্ব সংবাদদাতা, বারুইপুর:
দেনার দায়ে আত্মঘাতী হলেন এক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার চম্পাহাটিতে। মৃতের নাম সুভাষ পৈলান। বাজার থেকে আড়াই লক্ষ টাকা ধার নিয়ে মার্বেলের ব্যবসা শুরু করেছিলেন সুভাষ। কিন্তু রোজগারের বেশিরভাগ টাকাই সেই ধারের সুদ দিতে চলে যাচ্ছিল। যার জেরে বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। বাড়ি ছেড়ে ও কিছুদিন বেপাত্তা হয়ে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে পরিবারের লোকজন ঠাকুর দেখতে বেরোলে নিজের বাড়িতেই জালনার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়েন তিনি। পরিবারের লোকজন বাড়িতে ফেরার পর ঝুলন্ত অবস্থায় সুভাষকে দেখতে পেয়ে তড়িঘড়ি তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news