নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
মানুষের সবথেকে কাছের বন্ধু গাছ। কখনও ছায়া দিয়ে, কখনও ফল দিয়ে মানুষকে আগলে রেখেছে সে। কিন্তু রাস্তা চওড়া করতে গিয়ে বা স্বপ্নের বহুতল বানাতে গিয়ে পরম বন্ধুকে হারাচ্ছে মানুষ। আর সেজন্যই মাথা চাড়া দিয়ে উঠছে দূষণ রাক্ষস। তাই ভাইফোঁটার দিন গাছের কপালেই এঁকে দিলেন ফোঁটা। হাওড়ার পরিবেশ দফতরের উদ্যোগে আয়োজিত হল গাছের ভাইফোঁটা। এই অনুষ্ঠানের নেতৃত্বে ছিলেন পরিবেশবিদ সুভাষ দত্ত। গাছের কপালে ভাইফোঁটার পাশাপাশি ভাইদের গাছের চারা উপহার দিলেন বোনেরা। পরিবেশবিদ সুভাষ দত্ত জানিয়েছেন, গাছের নানাবিধ উপকারিতার কথা মনে করিয়ে দিতেই এই উদ্যোগ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news