মুকুল দল ছাড়ছেন বলে জোর গুজব, ভিত্তিহীন খবর জানালেন তাঁরই শ্যালক

দেবক বন্দ্যোপাধ্যায়  : মুকুল রায় দল থেকে এখনই ইস্তফা দিচ্ছেন বলে একটি বিভ্রান্তি ছড়িয়েছে। এমনকী খান্নার নিকট তিনি একটি অফিসও করেছেন বলে কেউ বা কারা গুজব ছড়াচ্ছেন। বাস্তবিক খন্নায় মুকুল রায়ের শ্যালক সৃজন রায়ের একটি দফতর অনেকদিন ধরেই আছে। সেখানে সাধারণত রাজনীতির কোনও কাজ কর্ম হয় না। বৃহস্পতিবার সৃজনের ওই অফিসেই কয়েকজন তৃণমূলকর্মী সৃজনের সঙ্গে … Continue reading মুকুল দল ছাড়ছেন বলে জোর গুজব, ভিত্তিহীন খবর জানালেন তাঁরই শ্যালক