বাংলার ফুটবলপ্রেমীদের আজকের দিনটা বিশেষ দিন, কেন জানেন?

নিজস্ব সংবাদদাতা : আজও কি ক্রিকেটের নন্দনকাননের পাশ দিয়ে হেঁটে গেলে বছর সাঁইত্রিশ আগের ঘটনার কান্নার শব্দ শোনা যায়? তা জানা নেই। কেন……? ১৬ আগস্ট। বাংলার ক্রীড়াপ্রেমী মানু্ষের কাছে একটি অভিশপ্ত দিন। কালো দিন। ১৯৮০ সালের ১৬ আগস্টের সেই ঘটনা আজও মনে পড়লে বুকের ভিতরটা মোচর দিয়ে ওঠে। সেদিনের ঘটনার যাঁরা সাক্ষী ছিলেন, আজও ভুলতে … Continue reading বাংলার ফুটবলপ্রেমীদের আজকের দিনটা বিশেষ দিন, কেন জানেন?