নিজস্ব সংবাদদাতা :
যুবভারতীতে এখন ঢুকলে চেনা দায়। দেখে মনে হবে, বিদেশের কোনও স্টেডিয়ামে ঢুকে পরলাম নাকি। ঝা চকচকে চারিদিক। ড্রেসিংরুম, মাঠ, থেকে জিমন্যাসিয়াম—সবকিছু। দারুণ ভাবে গড়ে তোলা হয়েছে চারিদিক।
অনূর্ধ্ব–১৭যুব বিশ্বকাপকে কেন্দ্র করে আমুল বদলে গেছে যুবভারতী। যে জিমটি করা হয়েছে, তার জন্য খরচ হয়েছে প্রায় ১ কোটি টাকা। বিধায়ক–ফুটবলার দীপেন্দু বিশ্বাস তদারকি করে জিমটি বানিয়েছেন, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস দায়িত্ব দিয়েছিলেন।
কিন্তু এখনই প্রশ্ন উঠছে এত টাকা দিেয় তৈরি জিমটি বাংলার ফুটবলারটি কি ব্যবহার করতে পারবেন নাকি তালা বন্ধ হয়ে পরে থাকবে বছরভর? ক্রীড়ামহল চাইছে, এত টাকা খরচ করে জিম যখন বানানো হয়েছে, সেটা প্লেয়াররা ব্যবহার করুক।
তার জন্য মাসিক কিছু ব্যয় করতে হলে নয় তা–ও িঠক আছে। যুবভারতীর বাইরে অংশটা ছয় রকমের আলো দিয়ে সাজানো হয়েছে। বিদেশের স্টেডিয়ামগুলোতে যেমন রাতে আলোর রোশনাই খেলে সেরকমটাই হওয়ার কথা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউবচ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan