শৌভিক সান্যাল :
বৃহস্পতিবার বেলা একটায় পুলিশের তরফে সাংবাদিকদের হলুদ জ্যাকেট দেওয়া হবে। সব সাংবাদিককে এই জ্যাকেট সংগ্রহ করতে হবে। নীল সাদা শহরে হলুদ জ্যাকেট পরা সাংবাদিকরা নিরাপদে থাকবেন। প্রশাসনের এমনটাই দাবি। যদিও বৈদ্যুতিন মাধ্যমের সাংবাদিকদের হাতে ধরা থাকে বুম। পুলিশের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে তাঁরা সাংবাদিক। সংবাদপত্র বা খবরের পোর্টালের যাঁরা কাজ করেন তাঁদের পরিচয়পত্র গলায় ঝোলে। অনেক পোর্টাল-রিপোর্টারের হাতেও বুম থাকে। এত কিছুর পরেও পুলিশের সাংবাদিক চিনতে কেন অসুবিধা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সিনিয়র সাংবাদিকদের অনেকেই। সাংবাদিকদের জন্য হলুদ জ্যাকেট ধার্য হওয়ার খবর শুনে এক প্রবীণ ও রসিক সাংবাদিকের মন্তব্য : এবার থেকে হলুদ সাংবাদিকতা বৈধতা পেল!