ওয়েব ডেস্ক :
বলিউডের নায়িকাদের মধ্যে অন্যতম ব্যস্ত নায়িকা প্রিয়ঙ্কা চোপড়া। ব্যস্ততম এই নায়িকা এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন তাঁর তৃতীয় হলিউড প্রজেক্ট ‘অ্যা কিড লাইক জেড’ এবং ‘ইস নট ইট রোম্যান্টিক?’ সেই সঙ্গে খুব শীঘ্রই তিনি শুরু করবেন টিভি শো কোয়ান্টিকো’র তৃতীয় সিজনের শুটিং।
তবে চূড়ান্ত ব্যস্ত সময়ের মধ্যে পিগি চপস এই মুহূর্তে খানিকটা কোয়ালিটি টাইম কাটাতে পরিবারের সঙ্গেই রয়েছেন মুম্বইয়ে।
অন্যদিকে গতকাল নিজের মারাঠি প্রডাকশন ভেঞ্চার ‘কে রি রাসকালা’র প্রমোশনে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন প্রিয়ঙ্কা। সেই ইভেন্টেই তাঁর দিকে একটি প্রশ্ন ছুঁড়ে দেন এক সাংবাদিক, তিনি ব্যক্তিগত জীবন নিয়ে কি ভাবছেন?
তবে রেগে না গিয়ে বেশ মজার ছলেই তিনি প্রশ্নটি নেন। তিনি জানান, “আপনারা কেউই আমার জীবন সম্পর্কে কিছুই জানেন না। আমি এই মুহূর্তে এ বিষয়ে কিছু বলবো না।”
তবে কী কোনও ইঙ্গিত তিনি দিতে চাইলেন! সময় বলবে।
তবে এই মুহূর্তে বলিউডের কাজ কিছু ফাইনালাইজ হয়নি বলে জানান প্রিয়ঙ্কা।
তাঁর বায়োপিক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলে, আমার জীবনে অর্ধেকই এখন বাকি। তাই কেউ বায়োপিক করলে তাঁর নাম হবে ‘আনফিনিসড’।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন