নীল বনিক :
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাতে এ রাজ্যের স্থান দ্বিতীয়। উত্তরপ্রদেশের পরেই পশ্চিমবঙ্গ। এই প্রকল্পের আওতায় রাজ্যের তিরিশ লাখ বিপিএল পরিবারের হাতে এলপিজি তুলে দেওয়া সম্ভব হয়েছে বলে জানান, ইন্ডিয়ান ওয়েল-এর রাজ্যের জেনারেল ম্যানেজার রঞ্জনকুমার মহাপাত্র। তাঁর দাবি কেন্দ্রীয় সরকারের বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের আগেই তিরিখ লক্ষ পরিবারের হাতে এলপিজি তুলে দেওয়া সম্ভব হয়েছে। এ রাজ্যে ২০১৬ সালের ১৪ই অগস্ট এই প্রকল্পের সূচনা হয়। রাষ্ট্রায়ত্ত সংস্থার এই সাফল্যের পর আগামী তিন বছরে কেন্দ্রের দেওয়া লক্ষ্যমাত্রা পূরণে সম্ভব বলেও জানান তিনি। শুধুমাত্র উজ্জ্বলা যোজনাই নয় । সর্বসাধারণের মধ্যেও এলপিজি কানেকশনের সংখ্যা এই বছর অনেকটাই বেড়েছে। নতুন গ্রাহকদের এলপিজির সিকিউরিটি সম্পর্কে বোঝাতেও বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে রাষ্ট্রায়ত্ত এই তেল কোম্পানি। তবে, রাজ্যে উজ্জ্বলা যোজনার সাফল্য ধরে রাখতে রাজ্যের গরিব মানুষের কাছে খুব শীঘ্রই আধার কার্ড করার ব্যবস্থা করতে হবে বলেও জানান ইন্ডিয়ান ওয়েলের কর্তারা।