ওয়েব ডেস্ক :
আই লিগে ডার্বি ম্যাচের আগে ওয়েডসন-এর বাগান তাঁবুতে আসা নিয়ে বিস্তর হইচই হয়েছিল। ইস্টবেঙ্গলের অনেকেই ওয়েডসনের এহেন কাণ্ড খুব-একটা ভাল চোখে দেখেননি। কেউ কেউ বলেওছিলেন বিদেশি খেলোয়াড়রা বড় ক্লাবের আবেগটা ঠিক বোঝেন না!
যাই হোক, ডার্বি খেলায় ইস্টবেঙ্গলের হারে বিদেশিদের আঙুলও তুলেছিলেন অনেকেই। ওয়েডসন, প্লাজা, বুকেনিয়ারা নামের প্রতি সুবিচার করতে পারেননি। মরশুম শেষ হতে না হতেই ওয়েডসন, বুকেনিয়াকে আর রাখবেন না ঠিক করে নিয়েছেন ক্লাব কর্তারা। প্লাজাও তাঁর দেশে। শোনা যাচ্ছে, সোন নর্ডি আইএসএল খেলতে খুবই আগ্রহী। মোহনবাগান যদি আইএসএল এবছর খেলে তাহলে বাগান ছাড়ছেন নর্ডি। এমনও শোনা যাচ্ছে, তাহলে ওয়েডসনকে নেবে বাগান কর্তারা। বাংলাদেশে আবাহনী ক্রীড়াচক্রে এই জুটি দুর্দান্ত খেলেছিল। এই জুটির খেলা দেখেওছিল কলকাতার ফুটবলপ্রেমীরা। তারপর সোনি নর্ডির কলকাতা আগমন। এবং নর্ডির বাগান সমর্থকদের মন জয়। এবার দেখা যাক, যদি ওয়েডসন বাগানে আসেন এবং নর্ডির পাশে খেলেন তাহলে আবার হয়তো বাগানে ফুল ফোটাবেন।