ওয়েব ডেস্ক :
বঙ্গোপসাগরের ওপর সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় ‘মোরা’। যা আপাতত অবস্থান করছে বংলাদেশের উত্তর এবং উত্তর-পূর্ব সীমান্তে। যার প্রভাব পরতে পারে এ রাজ্যেও। মোরার প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
তীব্র দাবদাহে একফোঁটা শান্তি এনেছিল গতকালের বৃষ্টি। আজও আকাশ থাকবে আংশিক মেঘলা। এমনকি আজ সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনার রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৩(+৩) এবং সর্বোনিম্ন তাপমাত্রা ২৩.৭(-৩)। আদ্রতা ছিল সর্বোচ্চ ৯৫% এবং সর্বোনিম্ন ৪৪%।