নীল বণিক :
শহরে পূর্ণ আকারে নামল বর্ষা। শুক্রবার সকাল থেকেই দফায় দফায় ঝোড়ো হাওয়া সঙ্গে মুষলধারায় বৃষ্টি। হাওয়া অফিসের মতে এবার আর কোনও নিম্নচাপ নয়, এটাই হল বর্ষার বৃষ্টি। বৃহস্পতিবার পর্যন্ত উড়ো মেঘে বৃষ্টিপাত দেখেছিল শহরের মানুষ। কিন্তু শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুরো শহরেই একইসঙ্গে বৃষ্টি হয়েছে। শহরে দফায় দফায় বৃষ্টিপাতের ফলে জলমগ্ন হয়ে শহর এবং শহরতলির বিভিন্ন জায়গা। কোথাও হাঁটুজল আবার কোথাও জল দাঁড়িয়েছে এক কোমর। জল জমার কারণে রাস্তাঘাটে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটেছে।
হাওয়া অফিসের তথ্য অনুযায়ী মানিকতলায় হয়েছে ৯৮ মিমি, বেলগাছিয়ায় ৮৬ মিমি, ধাপা ৪৬ মিমি, তপসিয়া ৫০ মিমি, পামারবাজার ১১৫ মিমি, ঠনঠনিয়া ৯৮ মিমি, বালিগঞ্জ ৬২.৪ মিমি, মোমিনপুর ৫৪ মিমি, চেতলা ৪১ মিমি, কালীঘাট ৫৬ মিমি, যোধপুর পার্ক ৪৮ মিমি, বেহালা এফ সি ৩৮.২ মিমি, জিঞ্জিরাবাজার ৩৮ মিমি বৃষ্টিপাত হয়েছে।