Breaking News
Home / TRENDING / ইডি আর মন্ত্রিদের মধ্যে বোঝাপড়ার গন্ধ পাচ্ছেন আইনজীবীদের একাংশ

ইডি আর মন্ত্রিদের মধ্যে বোঝাপড়ার গন্ধ পাচ্ছেন আইনজীবীদের একাংশ

মধুমন্তী  :

সুব্রত-শোভনের ইডি-গড়িমসিতে বোঝাপড়ার গন্ধ পাচ্ছেন আইনজীবীদের একাংশ। ২১ জুলাইয়ের পর দেখা করার কথা ছিল সুব্রত এবং শোভনের। ২১ জুলাই কেটে গেছে সপ্তাহখানেক আগে, যদিও তাঁদের মুখটুকুও দর্শন করার সৌভাগ্য হয়নি ইডি অফিসারদের। এদিকে বাড়ির সামনে জল জমে রয়েছে বলে দেখা করতে পারছেন না মেয়র শোভন চট্টোপাধ্যায়। অন্যদিকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দেখা করতে আসছেন না সুব্রত মুখোপাধ্যায়।

তবে ইডির সঙ্গে দেখা করতে কেন এত গড়িমসি করছেন সুব্রত-শোভন? বিষয়টিকে সংশয়ের চোখে দেখছেন আইনজীবীমহলের একাংশ। পারস্পরিক বোঝাপড়ার গন্ধ পাচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী পার্থপ্রতিম কাঞ্জিলাল। তাঁর কথায়, “আইনজীবী মারফৎ সময় চাইতেই পারে। তাঁদের আইনজীবী কী বলবেন তা আমি বলতে পারব না। তবে অহেতুক সময় চাওয়াটাও ঠিক নয়, তাতে বিড়ম্বনা তৈরি হয়। যুক্তিসঙ্গত কোনও কারণ থাকলে তা ঠিক আছে। কার কী মানসিকতা আমি জানি না। কোনও নথি জমা দেওয়ার জন্য সময় চাইতেই পারে, তবে সেটা আনলিমিটেড সময়ের জন্য নয়। তবে একতরফ ছুটি চাইছে, আরেক তরফ সেটাকে নিশ্চয় গুরুত্ব দিচ্ছে। না হলে বিষয়টা এত দীর্ঘায়িত হবে কী করে।” অন্যদিকে আইনজীবী সর্দার আমজাদ আলি জানান, “একজন ক্যাবিনেট মন্ত্রী যখন শারীরিক অসুস্থতার দোহাই দেন তখন সেটা অযৌক্তিক ভাববার কারণ নেই। ইডির যদি ওত গুরুত্ব থাকে, তাহলে তাঁরা সুব্রতবাবুর বাড়ি গিয়েও দেখা করতে পারে। প্রশ্ন হচ্ছে তদন্তের স্বার্থে কেন ইডি কেন বার বার শুধু নোটিশ পাঠাচ্ছেন। কেন তাঁরা কোনও তৎপরতা দেখাচ্ছে না। এই তদন্তকে ইডি যথাযথ গুরুত্ব দিয়ে এগোতে চায় না। কোথাও পারস্পরিক বোঝাপড়াও হয়ত থাকছে।” আইনজীবী অরুণাভ ঘোষ বলেন, “পারস্পরিক বোঝাপড়া থাক বা না থাক ওঁদের ধরা পড়তেই হবে।”

খবরের ভেতরেও থাকে খবর। সেই খবর সহজে পেতে ডাউনলোড করুন channelhindustan – এর ফ্রি অ্যাপ নিচের লিঙ্কে ক্লিক করে।
https://play.google.com/store/apps/details?id=mk.droid.channelhindustan

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *