নীল বণিক :
স্বাধীনতার পর এই প্রথম নদীয়ার চাকদহের তাঁতিগাছি গ্রাম থেকে দুই আদিবাসী ছাত্র মাধ্যমিক পাশ করল। চাকদহ শহর থেকে তাঁতিগাছি গ্রাম মাত্র ১০ কিমি। তাঁতিগাছি গ্রামের সর্দার পাড়া আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে তৈরি হয়। কিন্তু এই সর্দার পাড়া থেকে আগে কোনও আদিবাসী যুবক মাধ্যমিক পাশ করতে পারেনি। এ বছরই প্রথম সর্দার পাড়া থেকে আশিস সর্দার ও বিরুজ সর্দার মাধ্যমিক পাশ করল। বাড়ির আর্থিক অবস্থা সচ্ছল না হওয়ায় দু’জনই খেতমজুরের কাজ করত। দু’জনেরই বাবা পেশায় দিনমজুর। আর্থিক ও সামাজিক সমস্যা নিয়ে শিক্ষার জন্য লড়াই চালিয়েছেন আশিস সর্দার ও বিরুজ সর্দার। মাধ্যমিক পাশ করে দু’জনেই খুশি। তবে দিনমজুরের কাজ করেই আরও পড়তে চায় ওরা। আর ভবিষ্যতে আশিস চায় শিক্ষক হতে। গ্রামের সর্দার পাড়ার প্রত্যেক ঘরে ঘরে শিক্ষার আলো পৌছে দিত চায় আশিস আর বিরুজ। এই দুই আদিবাসী ছাত্রের পাশে এসে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা লোক ও সংস্কৃতি পরিষদ। সংগঠনের সভাপতি শংকর ঘোষ জানিয়েছেন, উচ্চমাধ্যমিক পড়ার জন্য তাদের সংগঠন সবরকম আর্থিক সাহায্য করবে ওদের। সাহায্যের আশ্বাস পেয়ে খুশি আশিস ও বিরুজ সর্দার। দু’জনেই জানিয়েছে, গৃহশিক্ষকের সাহায্য পেলে উচ্চমাধ্যমিকে আরও ভাল ফল হবে।