Breaking News
Home / TRENDING / তৃণমূলের নিয়ন্ত্রণ আর মমতার হাতে নেই, বুঝিয়ে দিলেন অগ্নিকন্যা স্বয়ং

তৃণমূলের নিয়ন্ত্রণ আর মমতার হাতে নেই, বুঝিয়ে দিলেন অগ্নিকন্যা স্বয়ং

দেবক বন্দ্যোপাধ্যায় :

দলের মধ্যে তাঁর নিজের কত্তৃত্বে নিজেই প্রশ্ন চিহ্ন বসালেন মমতা বন্দ্যোপাধ্যায়!
সোমবার কাঁকসার জনসভায় দলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের উদ্দেশে মমতা বলেন, তিনি এবার তাঁকে শেষবারের মত সাবধান করছেন, বাজে কথা যেন আর না বলেন অনুব্রত। প্রকাশ্য জনসভায় এই কথা বলার সঙ্গে সঙ্গেই প্রশ্ন উঠেছে, মমতা প্রথমবার অনুব্রতকে সাবধান করেছিলেন কবে? কতদিন আগে? অনুব্রত নিয়মিত খবরে থাকেন বিবিধ বিতর্কিত মন্তব্য করে। তাঁর বিতর্কিত ও আপত্তিকর মন্তব্যের তালিকা দীর্ঘ। রাজ্য রাজনীতিতে বুদ্ধদেব ভট্টাচার্যের ‘আমরা ওরা’র পর কেষ্টর মুখ নিঃসৃত ‘চড়াম চড়াম’ ঢাক বাজানোর মত প্রতীকি শব্দের ব্যবহার রাজ্য রাজনীতির শব্দকোষে পাকা আসন করে নিয়েছে!
তাঁর এই খবরে থাকার সহজ কৌশলে দলের আরও কেউ কেউ অনুপ্রাণিত হয়েছেন বলেও অনেকে মনে করেন। বিশেষ করে হাওড়ার অরুপ রায়ের মত মিষ্টভাষী নেতাও যখন সস্তায় হাততালি কুড়োতে বিতর্কিত মন্তব্য করেন, তখন বোঝা যায় কেষ্ট-ভাইরাস ছড়িয়ে পড়েছে অনেক দুর পর্যন্ত।
মুখ্যমন্ত্রীর এদিনের বক্তব্যের পর কয়েকটি প্রশ্ন সামনে আসছে।
১) ক্যামেরার সামনে একটি খবরের চ্যানেলের সাংবাদিককে কেষ্ট ইঙ্গিতে খুনের হুমকি দিয়েছিলেন। সেদিন কেষ্টকে কি বলেছিলেন মমতা?
২) পুলিশকে বোমা মারার কথা যেদিন বলেছিলেন, সেদিন কি বলেছিলেন?
৩) কিছুদিন আগে, একজন পুলিশ অফিসারকে সামনে দাঁড় করিয়ে তিনি হুমকি দিয়েছিলেন, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে তিনি বোলপুরে আন্দোলনরত কৃষকদের বাড়ি ভেঙ্গে দিয়ে আসবেন। যে কৃষক আন্দোলনের ওপর দাঁড়িয়ে তৃণমূলের ক্ষমতায় আসা, সেই কৃযকদের বাড়ি ভাঙ্গার হুমকিতে কি বলেছিলেন মমতা? সেদিন আবদুল মান্নান, বিকাশ ভট্টাচার্য্যদেরও অপমান করেছিলেন কেষ্ট। সেই নিয়ে পার্থ চট্টোপাধ্যায় প্রতিক্রিয়া দিলেও, কৃষকদের বাড়ি ভাঙ্গার হুমকি আলোচনাতেই আসেনি!
এসবের সঙ্গে আরও একটি প্রশ্ন উঠছে, যে প্রশ্নটি আরও তীক্ষ্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলার পরেও কেন তাঁর কথায় পাত্তা দেননি কেষ্ট? কোন সাহসে? তৃণমূল কংগ্রেসে মমতা বারবার কোনও কথা বলছেন আর দলের কোনও এক নেতা গুরুত্ব দিচ্ছেন না — এতো অসম্ভবের চেয়েও বেশি কিছু! দলের ডিসিপ্লিনারি কমিটি এতদিন কী করছিল!
দলের মধ্যেই আওয়াজ উঠেছে, কুকথা বলায় অভ্যস্থ হয়ে যাওয়া কেষ্ট যদি এর পরেও আপত্তিকর মন্তব্য করেন তাহলে তাঁর কী ব্যবস্থা নেবে দল!
দলনেত্রীর কথা অমান্য করার শাস্তি কি? কি বলছে তৃণমূলের সংবিধান?

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *