শৌভিক সান্যাল :
মুখোমুখি সংঘর্ষের জেরে গুরুতর আহত হলেন সাউথ ট্রাফিক গার্ডের সার্জেন্ট। সার্জেন্টের নাম সুদীপ রায়। কর্তব্যরত অবস্থায় বাটানগর হাওড়া মিনি বাস এসে সামনে থেকে ধাক্কা মারে ওই ট্রাফিক সার্জেন্টকে। সেইসময় উলটো দিক থেকে বাইকে আসছিলেন সুদীপ বাবু। যার ফলে তিনি পড়ে গেলে পা এর ওপর দিয়ে চলে যায় বাসটি।
পরে বাসটিকে আটক করলেও ড্রাইভার পলাতক। আশঙ্কাজনক অবস্থায় সুদীপ বাবুকে সি এম আর আই হসপিটালে ভর্তি করা হয়েছে। বাদ যেতে পারে ডান পা। তদন্ত শুরু করেছে ময়দান থানার পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news