নীল বণিক :
পাকিস্তানের সঙ্গে উত্তরবঙ্গের চা ব্যবসা প্রায় বন্ধ। সীমান্তের টেনশন প্রভাব ফেলেছে উত্তরবঙ্গের চা ব্যবসায়। প্রায় দু’বছর ধরে দার্জিলিংয়ের চা একেবারেই রফতানি হচ্ছে না পাকিস্তানে। তবে এবার আশা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ব্যবসায়ীরা। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার মরিচবারি গ্রাম থেকে তেজপাতা নিচ্ছে পাকিস্তান। সীমান্তের ওপার থেকে দশ টন তেজপাতার অর্ডার এসেছে উত্তরবঙ্গের এই গ্রামে। পাকিস্তান থেকে তেজপাতার অর্ডার আসতেই খুশি উত্তরবঙ্গের বণিকমহল। ইতিমধ্যেই তেজপাতা পাঠানোর কাজ শুরু করে দিয়েছেন মরিচবাড়ি গ্রামের তেজপাতা ব্যবসায়ীরা। প্রথমে উত্তরবঙ্গের মাটি থেকে তেজপাতা পৌঁছবে মুম্বইতে। এরপর মুম্বই থেকে সেই তেজপাতা পাড়ি দেবে করাচিতে। সেখান থেকেই তেজপাতা পৌঁছবে পাকিস্তানের বিভিন্ন রেস্তরাঁ বা গৃহস্তের হেঁশেলে।