চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
আজ মেঘালয়ে নতুন সরকার গঠনের দিন অর্থাৎ মন্ত্রিসভায় শপথগ্রহণ অনুষ্ঠান। ফের মেঘালয়ে সরকার গড়ছে NPP, এদিন শিলংয়ে রাজভবনে NPP প্রধান কনরাড সাংমা সহ মেঘালয়ের নির্বাচিত বিধায়কেরা নতুন মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথগ্রহণ করবেন।
আর এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত, অভাবনীয় ফলের জন্য দলীয় কর্মী সহ রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাতেই নতুন সরকার শপথগ্রহনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। এদিন কনরাড সাংমা ছাড়াও NPP-র ৫৮ জন বিধায়ক মন্ত্রী পদে শপথগ্রহণ করবেন।
জানা গিয়েছে, আজ বেলা ১১টা নাগাদ শিলংয়ে রাজভবনে মুখ্যমন্ত্রী সহ নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে যে ৫৮ জন বিধায়ক শপথগ্রহণ করবেন, তারা NPP, BJP, HSPDP, নির্দল বিধায়ক ছাড়াও তৃণমূল কংগ্রেসের মুকুল সাংমাও রয়েছেন, এই তালিকায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই এরা মেঘালয়ের নতুন সরকারের মন্ত্রী পদে শপথগ্রহণ করবেন।
প্রসঙ্গত, ৬০ আসন বিশিষ্ট মেঘালয় বিধানসভায় মোট ৩২ জন বিধায়কের সমর্থনে সরকার গড়তে চলেছেন কনরাড সাংমা। ৩১ জন বিধায়কের মধ্যে NPP-র ২৬ জন বিধায়ক, BJP ও HSPDP-র দুজন করে বিধায়ক এবং দুই নির্দল বিধায়ক রয়েছেন।