নীল রায়।
বাংলায় তৃণমূলের সন্ত্রাস দেশজুড়ে প্রচার করুন। এমনই নির্দেশ দিয়ে ৮ জন সাংসদের একটি দল করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার দেশের ৪০ জন বিজেপি সাংসদকে নিয়ে প্রাতরাশ সারেন প্রধানমন্ত্রী । সেখানেই উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, মালদহ উত্তরের খগেন মুর্মু এবং বাঁকুড়ার সুভাষ সরকার। বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার, হুগলির লকেট চট্টোপাধ্যায়, খড়্গপুরের দিলীপ ঘোষ, মালদহ উত্তরের খগেন মুর্মু, রায়গঞ্জের দেবশ্রী চৌধুরী, পুরুলিয়ার জ্যোতির্ময় মাহাতো এবং রাজ্যসভার সংসদ তথা সাংবাদিক স্বপন দাশগুপ্ত ও আসানসোলের গায়ক সাংসদ বাবুল সুপ্রিয় এই দলে রয়েছেন। এই ভাবে আট সাংসদের চারটি দল গড়ে দিয়েছেন মোদি।
বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ বলেন, “পুস্তিকা, লিফলেট সব তৈরি হয়েছে। আমরা আটজন সাংসদ চারটি দলে ভাগ হয়ে দেশের সমস্ত বিজেপি সাংসদদের কাছে বাংলার অবস্থা তুলে ধরব। তারপর তাঁরা সংশ্লিষ্ট এলাকার মানুষের সামনে এ রাজ্যের কথা তুলে ধরবেন।” এ ব্যাপারে তৃণমূলের তরফে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, “এই ঘটনা দুর্ভাগ্যজনক। বাংলার পরিস্থিতি প্রধানমন্ত্রী কম বোঝেন। আর উনি বলছেন, বাংলাকে নিয়ে সারা দেশে বদনাম করতে। বিজেপি বাংলা বিরোধী। তাই ওরা শুধু বাংলার বদনাম করে।”