বিশেষ সংবাদদাতা
প্রাথমিক টেট পরীক্ষার বিজ্ঞপ্তি খারিজের আবেদন নিয়ে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। সম্ভবত এই মামলার শুনানি মঙ্গলবার বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে।
সোমবার মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত জানান, ‘পর্ষদ প্রকাশিত প্রাথমিক টেট-এর বিজ্ঞপ্তি এনসিটিই এর নিয়মের পরিপন্থী ৷ তাই এই নিয়োগ বিজ্ঞপ্তি খারিজের আবেদন জানিয়ে মামলা দায়ের করলেন প্রশিক্ষণরত প্রায় ১৩৪ জন চাকরিপ্রার্থী ৷’
তিনি আরও জানান, গত ৯ অক্টোবর রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, যে শুধুমাত্র প্রশিক্ষিত প্রার্থীরাই প্রাথমিক টেট-এ আবেদন করতে পারবেন ৷ প্রাথমিক শিক্ষা পর্ষদের এই বিজ্ঞপ্তিকেই চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন প্রায় ২০০ জন প্রশিক্ষণরত চাকরিপ্রার্থী ৷ শুক্রবারই সেই মামলার রায়ে বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায় ডিএলএড প্রশিক্ষণরত ওই ছাত্রছাত্রী দের পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার নির্দেশ দেন ৷ সেই মামলার সূত্র ধরেই প্রশিক্ষণরত প্রায় ১৩৪ জন চাকরিপ্রার্থী আদালতের কাছে আবেদন করেছেন, হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি খারিজ করা হোক নাহলে তাদেরও পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হোক ৷
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan