চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
সিপিএম ছেড়ে বিজেপি (BJP) হয়ে এবার তৃণমূলে যোগ দিলেন বর্ধমান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান আইনুল হক। বুধবার দুপুরে তৃণমূল (TMC) ভবনে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে জোড়া ফুলের তেরঙ্গা পতাকা নিয়ে নতুন দলে যোগদান করেন বর্ধমান সিপিএমের (CPM) একদা এই ডাকাবুকো নেতা। ২০১৮ সালে সিপিএম থেকে বহিষ্কৃত হওয়ার পর কিছুদিন রাজনীতির বাইরে ছিলেন আইনুল। তারপর যোগদান করেন বিজেপিতে। সূত্রের খবর, তাঁর আশা ছিল বর্তমান দুর্গাপুর লোকসভা আসনে বিজেপি প্রার্থী করা হবে তাঁকে। কিন্তু ওই আসনে প্রার্থী হয়ে যান বিজেপির কেন্দ্রীয় নেতা সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। জিতে সংসদে গিয়েছেন তিনি। তারপর থেকেই আইনুল হকের সঙ্গে দূরত্ব বাড়ছিল বিজেপি নেতৃত্বের। বিজেপি তৃণমূলে যোগ দিলেন তিনি।
সূত্রের খবর, মূলত প্রশান্ত কিশোরের টিম আইপ্যাক আইনুল হকের দলবদলের পিছনে রয়েছে। জানা গিয়েছে, একুশের বিধানসভা নির্বাচনে বর্ধমান দক্ষিণ আসন থেকে তাঁকে প্রার্থী করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই শর্তে রাজী হয়ে বিজেপি শিবির ছেড়ে ঘাসফুলে গিয়েছেন তিনি। সাংবাদিক সম্মেলনে অবশ্য আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে কোনও শব্দচচারণ করেননি তৃণমূল মহাসচিব বা আইনুল হক।তাঁর সঙ্গেই তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন বিজেপি নেতা সুন্দর পাশওয়ান ও বিশিষ্ট চিকিৎসক কৌশিক চাকি ও ডাঃ রেজাউল করিম।