চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স-
সব শুরুরই একটা শেষ থাকে। শুরুটা আনন্দের হলেও, শেষটায় জড়িয়ে থাকে বিষাদের সুর, অনেকটা মনখারাপ। কিন্তু একদিন শেষ হয়েই যায় সব কিছু। নতুনকে ছেড়ে দিতে হয় জায়গা। বাংলার ধারাবাহিক মহল্লায় এখন যেন সেই মনখারাপের সময়। স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক এবার শেষ হতে চলেছে। আদৃত রায়ের জন্মদিনের হই-হুল্লোড়ের পরেই ফের বিষাদে ঢাকল মিঠাই পরিবার। বেশ কিছুদিন আগেই মিঠাইয়ের সেট ভাঙার এক করুণ দৃশ্যের কিছুটা অংশ সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস। আর তাকে ঘিরে অনুরাগীদের মনে ছড়িয়ে পড়েছিল গভীর শোক।
তাহলে কি আর তাদের প্রিয় মিঠাইরানি ও উচ্ছেবাবুর দুষ্টু-মিষ্টি প্রেম আর পর্দায় দেখা যাবে না। তারই সৌমিতৃষা অসুস্থতার খবর আসে। তার শারীরিক অবস্থা নিয়েও অনুরাগীদের মনে উদ্বেগ চলছিল আর সেই উদ্বেগের মধ্যে সৌমিতৃষা জানালেন ‘মিঠাই’য়ের শেষ শুটিংয়ের দিনক্ষণ।আশা করা হয়েছিল জুনের মাঝামাঝি পর্যন্ত চলতে পারে এই ধারাবাহিকের শুটিং। কিন্তু তার আগেই শেষ হয়ে যাচ্ছে ‘মিঠাই’। মোদক পরিবারের হুল্লোড় কবে থামবে সেই দিনক্ষণটা নিজেই জানালেন মিঠাই।
শনিবার সকালেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে মিঠাই জানালেন, আগামী ৩১ মে তারিখেই মিঠাইয়ের অন্তিম শুটিং হতে চলেছে এবং আগামী ৩০ ও ৩১ মে তারিখে দু’দিনের জন্য শেষবার ফ্লোরে থাকবেন মিঠাই স্বয়ং। মাঝখানে অসহ্য পিঠে যন্ত্রণায় কাবু হয়ে ২০ মে তিনি জানিয়েছিলেন যে ১২ দিনের জন্য ছুটি নিয়েছেন ধারাবাহিক থেকে। কিন্তু ৩১ মে শুটিং শেষ হয়ে গেলে, কি মিঠাইকে আর দেখাই যাবে না শেষ পর্বে? এমনই গুঞ্জন উঠেছিল নেটিজেনদের মধ্যে। কিন্তু সেই গুঞ্জন থামিয়ে দিলেন সৌমিতৃষা নিজেই।
এই পোস্ট দেওয়া মাত্র অনুরাগীদের কমেন্টে ভরে যায় সৌমিতৃষার প্রোফাইল। ২০২১ সালের জানুয়ারি মাসে শুরু হয়েছিল মিঠাই-এর শুটিং। তারপর টিআরপির দৌড়ে সবসময় প্রথম থেকেছে মিঠাইয়ের মোদক পরিবার। তবে এবার মিঠাইয়ের সেটে শুরু হবে নতুন ধারাবাহিক ‘ফুলকি’র শুটিং। শেষ হয়ে যাচ্ছে মিঠাইদের কাহিনি। শুটিং শেষের সেই দুঃসংবাদই দিলেন সৌমিতৃষা।