দেবক বন্দ্যোপাধ্যায় :
নিজের দলের কর্মসূচির কড়া নিন্দা করলেন সনিয়া গান্ধি। দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে কংগ্রেসের ঢাকঢোল পেটানো গো-মাংস উৎসবে কংগ্রেস কর্মীদের লোকদেখানো গো-মাংস ভক্ষণ ভালভাবে নেননি কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী। ১০ জনপথ থেকে এদিন জানানো হয় সনিয়ার মতো রাহুলও এই ঘটনার নিন্দা করেছেন। সংশ্লিষ্ট কয়েকজনকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। যদিও গরু কাটা হয়নি বলে দাবি করেছে সনিয়ার দফতর। একটি ছোট ষাঁড় কাটা হয়েছে বলে দাবি করেছে তারা।
রাজনৈতিক সুত্রে খবর, গো-মাংস উৎসব হিন্দু জনমানসে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে। সেই কারণেই কংগ্রেস শীর্ষ নেতৃত্বের এমন তড়িঘড়ি সিদ্ধান্ত। মহাত্মা গান্ধির দলের এহেন গো নিধন দলের মধ্যেই অনেকে মেনে নিতে পারেননি। সনিয়ার উপদেষ্টামণ্ডলী ও অন্যান্য ঘনিষ্ঠেরা নেত্রীকে বুঝিয়েছেন এই ধরনের কর্মসূচিতে আখেরে দলের লোকসান। উলটোদিকে এর ফলে হিন্দু ভোট আরও ঐক্যবদ্ধ করতে সুবিধাই হবে বিজেপির।
রাহুল গান্ধি এই ব্যাপারে টুইট করেছেন, কেরালাতে যে-ঘটনা ঘটেছে গতকাল তা অত্যন্ত বর্বরোচিত এবং চিন্তা প্রসূত নয়। আমার এবং দলের কাছে যা একেবারেই গ্রহণীয় নয়। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি।