মধুকল্পিতা চৌধুরী
বিহারে মহাজোটের পর এবারে ফাটলের সম্ভাবনা কংগ্রসে। এমনই জল্পনা বিহারের রাজনীতি মহলে। সূত্রের খবর, বিহারের ১৪ জন কংগ্রেস বিধায়ক দল ছাড়তে চলেছেন। নীতিশ কুমারের জেডিইউ-তে যোগ দেওয়ার জন্যই নাকি কংগ্রেস ছাড়তে চলেছেন ১৪ বিধায়ক। আর তা নিয়েই আপাতত অস্বস্তিতে রয়েছে বিহারের কংগ্রেস নেতৃত্ব। কেননা, বিহারে বিধানসভা ও বিধান পরিষদ মিলিয়ে মোট ২৭ জন কংগ্রেস বিধায়ক রয়েছে। তার মধ্যে ১৪ জন বিধায়কই ইতিমধ্যেই দল ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। এলাকার মানুষের চাহিদার কথা মাথায় রেখেই জে ডি ইউ-এর দিকে তাঁরা পা বাড়াতে চাইছেন বলে সূত্রের খবর। তবে জেডিইউ সূত্রের খবর, ১৪ জনেরও বেশি কংগ্রেস বিধায়ক দল ছাড়তে চলেছে। এই খবর পাওয়া মাত্রই নড়ে চড়ে বসেছেন কংগ্রেস হাই কম্যান্ড। কোনও মতেই যাতে কংগ্রেস বিধায়করা দল ছাড়তে না পারে সে দিকেই জোর দিচ্ছেন কংগ্রেস হাই কম্যান্ড সহ দলের অন্যান্য নেতৃত্ব। সূত্রের খবর, দলে ভাঙনের খবর পেয়েই বিহার কংগ্রেস সভাপতি অশোক চৌধুরী ও বিহার বিধানসভার কংগ্রেস পরিষদীয় দলের নেতা সদানন্দ সিংহকে দিল্লি তলব করেছেন সোনিয়া গান্ধী। উল্লেখ্য, একটা সময় বিহারে বিজেপিকে রুখতে মহাজোট করেন কংগ্রেস-জেডিইউ-আরজেডি। তবে, কিছুদিন আগেই মহাজোট থেকে বেড়িয়ে এসে সরকার গঠন করেন নীতিশ কুমারের জেডিইউ। আর এবারে যদি ১৪জন কংগ্রেস বিধায়ক দল ছেড়ে দেন তাহলে বিহারে অস্তিত্ব সংকটে পড়ে যাবে কংগ্রেস। তবে, শেষ পর্যন্ত জল কত দূর গড়ায় এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan