নীল বণিক :
দিন চলে গেছে তবু আলো রয়ে গেছে। সিপিএম-এর পলিটব্যুরো বৈঠকে আরেকবার এটাই প্রমান করলেন দলের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত। পলিটব্যুরোর বৈঠকে নাকচ হল সীতারাম ইয়েচুরির রাজ্যসভায় যাওয়ার প্রস্তাব। দিল্লিতে পলিটব্যুরোর বৈঠকে বেঙ্গল লবি থেকে তাঁকে ফের রাজ্যসভায় পাঠানোর প্রস্তাব করা হয়। বাংলার হয়ে এই প্রস্তাব দেন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তাঁর এই প্রস্তাবের পরেই দক্ষিণের লবির সদস্যরা সঙ্গে সঙ্গে বিরোধিতা করেন। দক্ষিণ লবিকে নেতৃত্ব দেন কেরল লবির সদস্যরা। বলা ভাল দলের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাতের লবির বাধায় শুরুতেই বাংলা লবির নেতাদের প্রস্তাব খারিজ হয়ে যায়। কারাতপন্থি লবির নেতাদের মতাদর্শের যুক্তির সামনে আদতে টেকেনি সূর্যকান্তদের বাস্তবের যুক্তি। অতএব পলিটব্যুরো থেকে একপ্রকার খালি হাতেই ফিরতে হচ্ছে বঙ্গের সিপিআইএম নেতাদের। তবে রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা বুধবারের এই বৈঠক ছিল মূলত কারাত বনাম সীতারামের লবির লড়াই। সেই লড়াইয়ে এখন কিছুটা ব্যাকফুটে সীতারাম ইয়েচুরি।