Breaking News
Home / TRENDING / Shubhendu এর নেতৃত্বে Governor Dhankar সকাশে BJP বিধায়করা

Shubhendu এর নেতৃত্বে Governor Dhankar সকাশে BJP বিধায়করা

সোমবার রাজ্যপালের সঙ্গে বৈঠক করবেন বিজেপি বিধায়করা। রাজভবনে এদিন রাজ্যপালের সঙ্গে বৈঠকে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং করোনা টিকা দুর্নীতিকরণ নিয়ে আলোচনা করবেন বিজেপি বিধায়কেরা।

প্রসঙ্গত এর আগেও রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে রাজ্যপালের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। এরপরেই শুভেন্দুকে তলব করে কেন্দ্রীয় নের্তৃত্ব। গত সপ্তাহের সোমবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন শিশির পুত্র। শাহ-র বাসভবনে প্রায় ১৫ মিনিট বৈঠক চলে। সেখানে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়েই আলোচনা হয়। এবং এর পরেই মোদীর সঙ্গে দেখা করেন শুভেন্দু। সেখানেই রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং ৩৫৬ ধরা প্রয়োগের যৌক্তিকতা নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে। এরপর ফের শাহ-সাক্ষাতের পর বঙ্গে ফেরেন শিশির পুত্র।

এদিন রাজ্যপালের সঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন বিজেপি বিধায়করা। যদিও নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে দল বদলের নয়া অধ্যায় বড়সড় প্রভাব ফেলেছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যপালের সঙ্গে বিজেপি বিধায়কের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলে বলে অনুমান রাজনৈতিক মহলের।

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *