Breaking News
Home / TRENDING / Saradha নয় এবার অন্য কারণে Mamata এর রাজ্যে তদন্ত করতে চায় ED

Saradha নয় এবার অন্য কারণে Mamata এর রাজ্যে তদন্ত করতে চায় ED

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো

রেমডেসিভিরের কালোবাজারির তদন্ত করতে এবার নিজেরাই আগ্রহ দেখালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুধু রেমডেসিভির নয় অক্সিজেনের কালোবাজারি নিয়েও তারা তদন্ত করতে প্রক্রিয়া শুরু করেছে।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই রেমডেসিভির ও অক্সিজেনের কালোবাজারি নিয়ে যে কটি  এফআইআর দায়ের হয়েছে তার কপি ও সেই সংক্রান্ত তদন্তের নথি চেয়ে পাঠিয়েছেন ইডি’র আধিকারিকরা।  রেমডেসিভিরের কালোবাজারি নিয়ে দুটি অভিযোগ দায়ের করেছে কোলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।

একটি পার্ক স্ট্রিট থানায় অন্যটি মানিকতলা থানায়। সেই দুটি মামলার রিপোর্ট চেয়েছে এনফর্সমেন্ট ডিরেক্টরেট। এছাড়াও অক্সিজেনের কালোবাজারি নিয়েও এফআইআর কপি চেয়ে পাঠিয়েছেন ইডির তদন্তকারীরা।
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে অক্সিজেন সহ করোনা চিকিৎসায় ব্যবহৃত জীবনদায়ী  ওষুধের দেশব্যাপী কালোবাজারি বন্ধ করতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লির সদর দপ্তরে একটি কমিটি গঠন করেছে।

এই কমিটি সারাদেশে করোনা চিকিৎসায় জীবনদায়ী ওষুধের কালোবাজারির মত অপরাধের উপর নজর রাখছে। ওই কমিটি নির্ধারণ করবে ইডি কোন কোন অভিযোগের তদন্ত ভার হাতে নেবে।
মূলত এই অতিমারি পরিস্থিতিতে চিকিৎসা ক্ষেত্রে কালোবাজারির পিছনে কোন কোন অপরাধ চক্র কাজ করছে বা এই অপরাধ চক্রের সঙ্গে কারা কারা জড়িত এই সব কিছু তথ্য প্রমাণই জোগাড় করছেন ইডির তদন্তকারীরা।

তারপরই কমিটি সিদ্ধান্ত নেবে কোন কোন রাজ্যে কালোবাজারির মামলাগুলো তদন্ত করবে এনফর্সমেন্ট ডিরেক্টরেট।  তবে তার আগে রাজ্যের থেকে অক্সিজেন ও রেমডেসিভির কালোবাজারি সংক্রান্ত মামলার এফআইআর ও তদন্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *