নীল বণিক
সন্দেশখালি গণধর্ষণ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে। আগামিকাল হতে পারে এই মামলার শুনানি। বুধবার আদালতের উল্লেখ্য পর্বের সময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীতা মাত্রের ডিভিশন বেঞ্চে আইনজীবী প্রিয়াঙ্কা তেবরেওয়াল সাম্প্রতি সন্দেশখালিতে ঘটে যাওয়া গণধর্ষন কাণ্ডের প্রসঙ্গ তুলে জানান, রাজ্যজুড়ে মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আদালতের এবিষয়ে হস্তক্ষেপ প্রয়োজন।
আইনজীবীদের বক্তব্য, “সন্দেশখালিতে একজন বৃদ্ধাকে গণধর্ষণের পর নৃশংসভাবে অত্যাচার চালানো হয়েছে। অথচ পুলিশ তদন্ত না করেই জানিয়ে দিচ্ছে, তাঁকে গণধর্ষণ করা হয়নি। পুলিশ এটা কিভাবে বলতে পারে?” আইনজীবীর বক্তব্য শুনে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তাঁর কাছে এই সংক্রান্ত কোনও মামলা রজু হয়েছে কিনা তা জানতে চাওয়ায় আইনজীবী জানান, আদালতের অনুমতি পেলে তিনি মামলা রজু করবেন। তাঁর এই আবেদন মঞ্জুর করে আদালত।
ডিভিশন বেঞ্চের সম্মতি পেয়ে আজ মামলা দায়ের করেন আইনজীবী প্রিয়াঙ্কা ট্রিবরেওয়াল।
সন্দেশখালিতে একটি হোটেল আছে ৬২ বছরের ওই বৃদ্ধার। গত ৪ জুলাই সেই হোটেলের পেছনেই মদ্যপান করছিল কয়েকজন স্থানীয় ব্যক্তি। যা দেখেই প্রতিবাদ করেন ওই বৃদ্ধা। তখনকার মতো সেখান থেকে পালিয়ে যায় মদ্যপ ব্যক্তিরা। কিন্তু, এর প্রতিশোধ নিতে যে তারা ওত পেতে ছিল যা ঘুণাক্ষরেও টের পাননি ওই বৃদ্ধা।
অভিযোগ, এলাকা একটু খালি হতেই ওই বৃদ্ধার ওপর চড়াও হয় ওই মদ্যপ ব্যক্তিরা। রাজ্যেশ্বর মাইতি নামের এক ব্যক্তি তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। তারপর ভাঙা মদের বোতল তাঁর যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়। বাঁচার জন্য চিৎকার করতে থাকেন ওই বৃদ্ধা। আশপাশের লোকজন ছুটে আসলে পালিয়ে যায় অভিযুক্তরা।
তারপর তড়িঘড়ি সন্দেশখালি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বৃদ্ধাকে। যদিও চিকিৎসকরা জানান, অবস্থা আশঙ্কাজনক। তারপরই কলকাতায় ন্যাশনাল মেডিক্যালে ভর্তি করা হয় ওই বৃদ্ধাকে। ২৭ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই অবশেষে গত ৩১ জুলাই মৃত্যু হয় তাঁর।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন