শৌভিক সান্যাল ও গৌতম দত্ত :
আজ খুশির ইদ। অন্যান্য বছরের মতো এবারও ইদের নমাজে রেড রোডে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, এদিন ইদের মঞ্চকেও রাজনৈতিকভাবে ব্যবহার করলেন মুখ্যমন্ত্রী। একদিকে যেমন রাজ্যবাসীকে পবিত্র ইদের শুভেচ্ছা জানালেন, তেমনই অন্যদিকে বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়লেন না! বললেন, “আমরা এক সাথে থাকব এক সাথে বাঁচব। কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। আমরা সবাই এক”।
অন্যদিকে ইমাম বরকতির পরিবর্তে এবারের ইদের নমাজ পড়ান ইমাম মৌলানা তারিক ফজরুর রহমান। ইদের নমাজ পাঠের শুরুতেই দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মৌলানা তারিক। সেইসঙ্গে কেন্দ্রীয় সরকারের নীতির বিরোধিতা করে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে বলেন তিনি।
ইদের মঞ্চ থেকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, শুনুন সঙ্গের ভিডিয়োতে।
শেয়ার এবং লাইক করুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news